ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বেপরওয়া ট্রলি কেড়ে নিল স্কুল ছাত্রের জীবন। এই মর্মান্তিক ঘঠনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব কাশিপুর এলাকার হাজিটারী গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার পূর্ব কাশিপুর এলাকার হাজিটারী গ্রামে মিজানুর রহমানের শিশু ছেলে ১ম শ্রেনীর ছাত্র মোঃ ইয়াছিন বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে বেড়াকুটি টু গাগলাগামি সড়কে বেপরওয়া অজ্ঞাত ট্রলি চালক তাকে চাপা দেয়। এসময় সে ঘটনাস্থলেই মাথায় অধিক রক্তক্ষরণ হয়ে নিহত হয়। এসময় ট্রলি চালক পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
ফুলবাড়ী থানার এসআই মোত্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।