বরিশালে ‌‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-09-08 09:40:12

কর্মশালায় বক্তব্য রাখছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব  আমিনুল ইসলাম ভুইয়া

আমাদের ডেস্ক:

দেশের ৬৪টি জেলার ৩০০ উপজেলার ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে বিভাগীয় পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহিত এ কর্মসূচীটি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

কর্মশালায় বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব  আমিনুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) ও স্কিম পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন। কর্মশালায় স্বাগত বক্তব্য ও কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার শামীম আল মামুন।

এছাড়াও কর্মশালায় বরিশাল বিভাগের ৬টি জেলার জেলা শিক্ষা অফিসার, কর্মসূচিভুক্ত ২৮টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি দেশের ৬৪ জেলার ৩শ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ১৫ হাজর শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন শুরু হয়েছে।