গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঁঙ্গা এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম। কেক কাটা শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা রোকনউজ্জামান। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, তিস্তা সংবাদের সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এবং এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, গঙ্গাচড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান বাদশা, উপদেষ্টা সদস্য স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপনসহ প্রেসক্লাবের সকল সদস্য, রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, রিপোর্টাস ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়, প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংবাদিক নুরুল হুদা নাহিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।