গঙ্গাচড়া'র বেতগাড়ী ইউনিয়নে সাত দিন ব্যাপী শ্রীমদ ভাগবত জয়ন্তী অনুষ্ঠিত
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর জোতপাড়া হরিমন্দির পরিচালনা কমিটির আয়োজনে সাত দিন ব্যাপী শ্রীমদ ভাগবত জয়ন্তী অনুষ্ঠানের ষষ্ঠ দিনের আলোচনা সভা
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপর ১ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবলু। এতে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জমিদার রহমান টাইগার, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল আমিন, স্থানীয় ইউপি সদস্য পরেশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক গণমাধ্যম কর্মী নির্মল রায়সহ স্থানীয় আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবলু আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট কামনা করেন।