৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

রংপুর-১ আসনে জাপার ৩ প্রার্থী

আমাদের প্রতিদিন
1 year ago
424


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর-১ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির ৩ নেতা। দলীয় সূত্রে জানা যায়, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ না করলেও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র নিয়েছেন ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মামুন, যুবসংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের ভাতিজা সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সামসুল আলমের ছেলে বিদেশ ফেরত শাহিন আলম।

এবিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সৎ, যোগ্য, ত্যাগী নেতা এবং মনোনয়ন পেলে জয়ী হতে পারবেন এমন ব্যক্তিকে মনোনয়ন দেবেন। আসন্ন নির্বাচনে রংপুরের সবকটি আসন পুনঃরুদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth