রংপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বাবলু’র ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং বিশিষ্ট ঠিকাদার ও সংগঠক রহুল আমিন বাবলু (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) গতকাল রোববার দিবাগত তিনটার দিকে নগরীর শালবন সেন্ট্রাল বোডস্থ বাসভবনে তিনি অসুস্থ্য হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ আত্বীয়-স্বজন ও বিএনপি দলীয় নেতাকর্মীসহ অসংখ্য শুভাকাংঙ্খী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে ছাত্ররাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদে ছিলেন। এছাড়াও তিনি ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত ছিলেন। ঠিকাদার হিসেবে তার পরিচিতি রয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। গতকালরোববার বাদ জোহর নগরীর সেন্ট্রাল রোড ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি সুলতান আলম বুলবুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মাফিজুল ইসলাম মান্টু, মরহুম বাবলু’র ছেলে মো: হিমেল। এসময় বিএনপিসহ অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। পরে দাফনকার্য মুন্সীপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হয়।