রংপুর জেলায় শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে তারাগঞ্জ থানা
পাগলাপীর (রংপুর )প্রতিনিধিঃ
রংপুর জেলায় ৮ টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে তারাগঞ্জ থানা । এই থানার অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সিদ্দিকুল ইসলাম।আজ রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ ফেরদেীস আলী চেীধুরী, শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক প্রদান করেন তারাগঞ্জ থানা ওসি মোঃ সিদ্দিকুল ইসলামকে । ওসি বলেন রংপুর জেলার শ্রেষ্ঠ থানা তারাগঞ্জ থানার হিসেবে পুলিশ সুপার আমাকে সম্মাননা স্মারক প্রদান করেছেন। তাই আমি পুলিশ সুপার মোঃ ফেরদেীস আলী চেীধুরী প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই প্রাপ্তি শুধু আমার একার নয় এটি তারাগঞ্জ থানা বাসির সহ আমার থানা টিমের সকল সদস্যের প্রাপ্তি। এই প্রাপ্তি আমার দায়িত্ব বোধ ও কর্মস্পৃহা অনেক গুণ বাড়িয়ে দিল। তাই ভবিষ্যতে সব সময় আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।(ছবি আছে)