১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

রংপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
10 months ago
277


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া মহিপুর তিস্তা সেতুর কাছে বাবুল মিয়া (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বাবুল মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা সরকারটারীর হানিফ আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রংপুর ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়ার উপজেলার লক্ষীটারী ইউনিয়নের বিশেষ অভিযান চালায়। এ সময়  মহিপুর শেখ হাসিনা সেতু সংলগ্ন নুর ইসলামের খাবার হোটেলের সামনে থাকা একটি পিকআপভ্যান তল্লাশি করে পুলিশ। ওই পিকআপভ্যানের ভেতরে ত্রিপল দ্বারা বস্তার ভেতর মোড়ানো ৪ টুপলায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদককারবারী বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, ২০ কেজি গাঁজাসহ বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গাড়ির ড্রাইভার রহিম মিয়া পলাতক। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth