৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

মানবাধিকার দিবসে রংপুরে বিএনপির মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 year ago
303


খবর বিজ্ঞপ্তির:

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নেতাকর্মী ও নাগরিকদের স্বজনদের নিয়ে মানবন্ধন করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। রোববার সকালে রংপুর মহানগরীর বাস টার্মিনাল এলাকায় মানববন্ধনে কমপক্ষে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তবে মানববন্ধনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  শীর্ষ নেতৃবৃন্দকে দেখা যায়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর মহানগর সভানেত্রী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান রানা। এ সময় অ্যাডভোকেট ফেন্সি অভিযোগ করে বলেন, আমাদের দলের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে মানববন্ধন করার জন্য গ্রান্ড হোটেল মোড়, প্রেসক্লাব চত্বর এবং জজ কোর্টের সম্মুখে যেকোনো একটি স্থানে মানববন্ধন করার জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীলীগের তাবেদারি প্রশাসন দেয়নি। তিনি অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি, গ্রেফতার হয়রানি বন্ধ এবং তফসিল বাতিল করে তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষনাও দেয়া হয়। একই দাবিতে মানববন্ধন হয়েছে জেলার বদরগঞ্জে সাবেক এমপি পরিতোষ চক্রবর্তির নেতৃত্বে। এছাড়াও মহানগর যুবদল নগরীর স্টেশন এলাকায় মানববন্ধন করেছে মিডিয়া সেল থেকে এমন তথ্য জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth