৬ মাঘ, ১৪৩১ - ২০ জানুয়ারি, ২০২৫ - 20 January, 2025

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
349


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় রবিবার দুপুরে  উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মাজহারুল ইসলাম লেবু, আব্দুর রউফ, প্রধান শিক্ষক তৈলক্ষ্য রায়, নারীনেত্রী নিলুফা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী শামসুদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারীনেত্রী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এদিকে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth