গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।আজ শনিবার সকাল থেকে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তহির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মোত্তালিব মিঠু ও প্রাক্তন ছাত্র সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।