৬ মাঘ, ১৪৩১ - ২০ জানুয়ারি, ২০২৫ - 20 January, 2025

মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস্ বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
11 months ago
627


নিজস্ব প্রতিবেদক:     

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাটে নর্থ বেঙ্গল জুট মিলস্রে  বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রংপুর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস্ এ বর্তমানে ২৫০ কর্মকর্তা ও কর্মচারী  কর্মরত আছেন। প্রায় ৫০০ জন পরিবার তাদের উপর নির্ভরশীল। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,  বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পর ও ষড়যন্ত্রের অংশ হিসেবে গত শুক্রবার পল্লী বিদ্যুৎ জুট মিলস্টির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় ।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস নাম ঠিক রেখে ২৫ আগষ্ট ২০২২ সালে সকল স্থাপনা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির শেয়ার ট্রান্সফারের মাধ্যমে কোম্পানীর আইনের ১৯৯৪ অনুযায়ী বর্তমানে মিলটির মালিক আমি নিজে এবং চেয়ারম্যান হিসেবে খালেদা পারভীন দায়িত্ব পালন করে আসছেন। কিন্তুু প্রাক্তন মালিক আবুল কাশেম মিলটি বন্ধের সকল ষড়যন্ত্র করছে। এতে তিনি নানাভাবে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন বলে বলে তিনি অভিযোগ করেন । 

সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল জুট মিলস ম্যানেজার নাহিদ প্রধান, আতিয়ার রহমান  প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth