ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী সকাল এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, ৫নং বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ৯নং সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল রানা প্রমুখ এছাড়াও উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।