কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
সন্ত্রাস, মাদক, জুয়া নির্মুল ও সহিংসতা এড়ানো সহ আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরর কাউনিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউনিয়া থানার উপপরিদর্শক এসআই বুলবুল আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফ মাহফুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, কাউনিয়া প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সভায় বলেন, মাদকসেবনকারী ও বিক্রয়কারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক জুয়া ও যে কোন সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।