২৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ১৩ ডিসেম্বর, ২০২৪ - 13 December, 2024

নীলফামারীর ডিমলায় ডাকাত দলের ৪ সদস্য আটক

আমাদের প্রতিদিন
5 months ago
740


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্য আটক হয়েছে । শুক্রবার (১৪-জুন) দিবাগত রাত্রী অনুমান ২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং খালিশা চাপানি ইউনিয়নের তিস্তা ব্যারেজ টু জলঢাকা পাঁকা রাস্তায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে সবুজ বাতির টার্গেট লাইট ব্যবহার করিয়া রিফ্লোক্টিং ভেস্ট পরিধান ও  প্রাইভেট কার সহ অবস্থান করাবস্থায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। এসময় আটককৃত ডাকাত দলের নিকট ১ টি টয়োটা ব্র্যান্ডের সিলভার রঙের প্রাইভেট কার, রিফ্লোক্টিং ভেস্ট ২টি, ১টি লোহার হাতুড়ি, ২টি ধারালো ছোরা, সবুজ রঙের একটি লোহার এঙ্গেলের চৌকোণা রড, একটি টর্চ লাইট, ৭ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, বগুড়ার জেলার গাবতলী থানার মালিয়ার ডাঙ্গা এলাকার মো. লয়া  প্রামানিকের পুত্র মো. আলমগীর হোসেন (৩০), বগুড়ার সোনাতলা এলাকার পশ্চিম পদ্মপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের পুত্র মো. সোনা মিয়া (৩০), নীলফামারী সৈয়দপুর থানার বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র আলী হাসান বাবু (৩১), একই উপজেলার পার্শ্ববর্তী ইসলামবাগ বড় মসজিদ এলাকার মৃত বেলাল হোসেনের পুত্র মো. সবুজ হোসেন (২৭)। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে আটককৃত ডাকাত দলের সহযোগী বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপার এলাকার আজাদুল হকের ছেলে শান্ত ইসলাম (২৬) সহ আরো অজ্ঞাত চার পাঁচ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে বলে যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন মামলার আসামী। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় জানান, আমিসহ ডিমলা থানার এসআই (নিরস্ত্র) উৎপল রায় সহ সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন জরুরী আইন-শৃংখলা রক্ষা ডিউটি,মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল এবং বিষেশ অভিযান পরিচালনা কালীন ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। ডাকাত দলের সদস্যরা ভ্রাম্যমান অবস্থায়, কোচ, মাইক্রোবাস, জীপসহ বিভিন্ন যানবাহনে দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। পালাতক আসামিদের আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, আসামিরা বিভিন্ন থানার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। যাহার মামলা নং- ১৭/২৪,তারিখ-১৪/০৬/২০২৪ ইং।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth