গঙ্গাচড়ায় ১১৮টি ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বিশেষ মোনাজাতে বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি, স্থিতিশীলতাসহ সারাবিশ্বের মুসলমানদের ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি কামনা করে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা।
নামাজ শেষে চিরাচরিত কোলাকুলি আর করমর্দনের মাধ্যমে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সোমবার (১৭ জুন) সকাল আটটায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় গঙ্গাচড়া কেন্দ্রীয় ঈদগাহে।
সেখানে রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, ইউএনও'র প্রতিনিধি উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, রাজনৈতিক নেতা, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। অপরদিকে বুড়ির হাট ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা।
এবার উপজেলা জুড়ে ১১৮ টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বেতগাড়ী ইউনিয়নে১১ টি, কোলকোন্দ ইউনিয়নে ১৫টি, বড়বিলে ১০টি,গঙ্গাচড়ায় ৮টি, লক্ষীটারীতে ৫টি, গজঘণ্টায় ৭টি, মর্নেয়ায় ১৩ টি, আলমবিদিতরে ২৭টি ও নোহালী ইউনিয়নে ২২টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। মুসল্লিরা যাতে প্রতিটি ঈদগাহে সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়।