গঙ্গাচড়ায় কোরবানির মাংস পেলেন ৯ শত ১০ পরিবার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ৯ শত ১০টি হতদরিদ্র ও এতিম পরিবারের মাঝে কোরবানির ২৬ টি গরুর মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে ইসলামিক রিলিফ এর আয়োজনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এ মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, ইসলামিক রিলিফ গঙ্গাচড়ার আলোগ্লাস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরশাদুল ইসলাম, এসিস্টেন্ট প্রজেক্ট অফিসার মোঃ রেজাউল করিম, মোঃ তোফাজ্জল হোসেন তুহিন ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের ৯শত ১০ দরিদ্র, হতদরিদ্র ও এতিম পরিবারের প্রত্যেকের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়।