১০ বৈশাখ, ১৪৩২ - ২৩ এপ্রিল, ২০২৫ - 23 April, 2025

হারাগাছ পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আমাদের প্রতিদিন
9 months ago
590


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার শ্রমিক অধুষ্যিত হারাগাছ পৌরসভার ২০২৪ ২৫ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। (০৬ জুলাই) শনিবার  পৌরসভার হলরুমে এই বাজেটের ঘোষণা করেন পৌর মেয়র এরশাদুল হক এরশাদ।

চলতি অর্থবছর পৌরসভার রাজস্ব, উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পে মোট আয় দেখানো হয়েছে ২৭ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২০৯ টাকা। আর উদ্বৃত্ত ৮ লাখ ৫ হাজার  টাকা রাখা হয়েছে।

পৌর মেয়র এরশাদুল হক এরশাদ বলেন, নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোরশেদ আলী, কাউন্সিলর মাসুদার রহমান, সাহাদাৎ হোসেন, আব্দুল কাদের রানা সরকার, মাহবুবুর রহমান, মোঃ নুরফুল মিয়া, এস এম রেজওয়ানুল করিম, মোশারফ হোসেন, আব্দুস সামাদ, মোছাঃ সুকতারা পারভীন, মোছাঃ সুমাইয়া বেগম, মোছাঃ জীবন্নাহার পান্না আফরোজ, ভারপ্রাপ্ত প্রকৌশলী মর্তুজা এলাহী, ভারপ্রাপ্ত হিবাসরক্ষক (কর নির্ধারক) নুর ইসলাম সহ আরো অনেকে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ১৬ দশমিক ৩২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে হারাগাছ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডে প্রায় ৫৪ হাজার পরিবারে মোট জনসংখ্যা দুই লাখ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth