তৃতীয়বারের মতো বিজয়ী তারাগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চনের বিপুল ভোটে তৃতীয়বারের মতো পূর্নরায় জয়ী হওয়া চেয়ারম্যান আনিছুর রহমান লিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ সংলগ্ন ব্র্যাক মোড় বাজারে সুধি সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ব্র্যাক মোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কুশার্ ইফপির ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি থেকে সংবর্ধিত হন তৃতীয় বারের মতো নবনিবার্চিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান লিটন। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান ও উপজেলা পুজা উযাপন কমিটির সভাপতি কুমারেশ রায় প্রমুখ।সংবর্ধনা প্রদান করেন সাধারন সম্পাদক পাপন দত্ত, উপজেলা জাতীয়পাটির নেতা খোরশেদ আলম, উপজেলা দলিল লেখক পরিষদের সভাপতি বকুল মিয়া, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজ সেবক আশরাফুল আলম, আলমগীর হোসেন লিটন, তৈয়ব আলী, সাহাবুদ্দিন আলী, হায়দার আলী, মফিজুল ইসলাম, আকবার আলী প্রমুখ। পাপন দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, আপনাদের মূলবান ভোটে আমি তৃতীয়বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছি। আপনাদের পাশে যেমন ছিলাম টিক তেমনি থাকবো।