ডোমারে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার দুপুরে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডোমার উপজেলা অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মো রফিকুল ইসলাম বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে সরকারের প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২৪/ ২৫ মৌসুমে রোপা আমন আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হল। ডোমারের একজন কৃষি উদ্যোক্তা জাতীয় ভাবে পুরস্কৃত হয়েছেন। সরকার কৃষকদের সন্মানিত করছেন। এবার ১৯শত কৃষককে ১০ কেজি Dap, ১০ কেজি Mop, ৫ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হচ্ছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি বলেন, ধানের পাশাপাশি অন্যান্য ফসলের দিকেও গুরুত্ব দিতে হবে। বাড়ির আশেপাশে সহ কোন জায়গা ফাঁকা রাখবেন না। আপনারা সবাই উৎপাদন মুখি হবেন।