আলমবিদিতর ইউপি'র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জনের প্রার্থীতা প্রত্যাহার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম প্রার্থীতা প্রত্যাহার করছেন।
বুধবার (১০ জুলাই) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ।
গত ৫ জুলাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে দাখিলকৃত ৫ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম প্রার্থীতা বাতিলের শেষ দিন বুধবার তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এ ইউনিয়নে এখন ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন তাঁরা হলেন- আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব, সাবেক ইউপি সদস্য সুজাউল ইসলাম সুজা, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মিন্টু, সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১১ জুলাই, ভোটগ্রহণের তারিখ ২৭ জুলাই (শনিবার) ২০২৪।
মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শত ৩৪ জন, এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ৩০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৫ হাজার ৫ শত ৪জন।
প্রসঙ্গত, আলমবিদিতর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।