৬ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

রাস্তায় ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে গঙ্গাচড়ায় সংঘর্ষে নারীর মৃত্যু

আমাদের প্রতিদিন
7 months ago
322


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রাস্তায় ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ায় সংঘর্ষে মর্জিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা চর বাগডহরা গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, মর্জিনা বেগমের বাড়ির চলাচলের রাস্তায় ঘোড়া বেঁধে রাখত প্রতিবেশী আফছার আলীর ছেলে সালাম। এনিয়ে মঙ্গলবার বিকেলে মর্জিনা বেগমের ছেলে লাল মিয়ার সাথে সালামের কথা কাটাকাটি হয়। বুধবার সকালে সালামের সাথে মর্জিনা বেগমের ছোট ছেলে নয়া মিয়ার রাস্তায় ঘোড়া বেঁধে রাখার ঘটনায় কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে মর্জিনা বেগম মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান  বলেন, স্থানীয়রা জানিয়েছে উভয় পক্ষের মাঝে মারামারির এক পর্যায়ে মর্জিনা বেগম পড়ে গিয়ে মারা যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্তের প্রতিবেদনে বোঝা যাবে মর্জিনা বেগমের মৃত্যুর কারণ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth