তিন দফা দাবি নিয়ে রাবির প্রশাসনিক ভবন অবরোধ শিক্ষার্থীদের
রাবি সংবাদদাতা:
তিন দফা দাবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের কক্ষ থেকে উদ্ধারকৃত ৬টি রামদা সামনে রেখে আন্দোলন করছেন।
দাবি তিনটি হলো গতকালের ঘোষিত ছুটি বাতিল করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটি হল সকল ধরনের ছাত্র রাজনীতিমুক্ত থাকতে হবে এবং প্রতিটি হলের প্রতিটি কক্ষ সার্চ করে অস্ত্র উদ্ধার করতে হবে।
আন্দোলনকারীরা বলছেন, ইউজিসির পা চাটা গোলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা কেন ইউজিসির কথা অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করল? আমরা এই ঘোষণা মানি না। ইউজিসিকে মানতে আমরা বাধ্য নই। এই ছুটি বাতিল করতে হবে। ছাত্রলীগের হলে হলে পিস্তল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র আছে। সেগুলো উদ্ধার করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে৷ আমাদের দাবি না মানলে আমরা এখান থেকে উঠব না।