নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে কোটা প্রথার সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। অন্যদিকে বিশৃংখলা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজার হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করলেও রাস্তায় চলাচলরত যানবাহন ছিল স্বাভাবিক। সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু করে। এসময় পুলিশ এসে বাঁধা দিলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও সমাবেশ করার সুযোগ চায়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলার সমন্বয়কারী ও আহবায়ক তানভিরুল হাসান প্রিন্স, উদার হাসান, সবুজ খান ও ইবনে সাঈয়েদ অংকুর প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন- কোটা প্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক। এছাড়া তারা বিক্ষোভের সময় স্লোগান দিতে থাকে- আমার ভাই মরলো কেন জবাব চাই। শিক্ষার্থীর উপর হামলা কেন জবাব চাই। অতিদ্রুত কোটা প্রথার সংস্কার চাই। এছাড়া শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ জানান। এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অন্যদিকে কোন ধরণের যাতে বিশৃংখলা না হয় এজন্য উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান- বিশৃংখলা এড়াতে পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান করছে।