কাউনিয়ায় পাঁচজন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নাশকতা পরিকল্পনার সন্দেহ সহ মাদক ও নারী শিশু মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা পুলিশের একাধিক পৃথক টিম বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার সন্দেহে রামকৃষ্ণপুর গ্রামের কামরুজ্জাম সবুজ, খোদ্দর্ভুতছাড়া গ্রামের রাজু মিয়া ও মাদক মামলায় মধ্যহরিশ্বর গ্রামের সাবু মিয়া, ভুতছাড়া গ্রামের হাফিজুর রহমান এবং নারী শিশু আইনের মামলায় আসিবুর রহমানকে আটক করা হয়।
ওসি মাহফুজার রহমান বলেন, আটককৃতদের মধ্যে দুইজনকে ৫৪ ধারায় ও তিনজনকে মাদক ও নারী শিশু আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।