৬ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

কাউনিয়ায় স্বল্প মেয়াদি আমন চারা রোপন শুরু

আমাদের প্রতিদিন
6 months ago
225


কাউনিয়া রংপুর প্রতিনিধি:

রংপুরের কউনিয়ায় তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের স্বল্প মেয়াদি বিনা—৭ ও ব্রি—৩৩ ধানসহ ‘মঙ্গা তাড়ানো ধান’ হিসেবে পরিচিত আগাম রোপা আমন চারা রোপন শুরু হয়েছে। বর্ষায় বৃষ্টির পানিতে কৃষকরা আগাম রোপা আমন চারা রোপণে নেমে পড়েছে।

রংপুরের তিস্তা বিধোত উপজেলার নাম কাউনিয়া। বিগত সময়ে আশ্বিন—কার্তিক মাসে প্রান্তিক পর্যায়ে কৃষকের হাতে কাজ না থাকায় কৃষি শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগের কবলে পরতো। কৃষি বিভাগ সুত্র জানায়, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট রংপুর আঞ্চলিক কার্যালয় আগাম ফসল উৎপাদনের মাধ্যমে কার্তিকের দুর্ভোগ মোকাবেলা ও কৃষি শ্রমিকদের কর্ম সংস্থান সৃষ্টির্র লক্ষ্যে গত দেড়দশক ধরে স্বল্প মেয়াদি ব্রি—৩৩ ও বিনা—৭ সহ হাইব্রিড জাতের প্রদর্শনী প্লট স্থাপন করেন। এলাকার কিছু কৃষক পরীক্ষা মূলকভাবে ব্রি—৩৩, বিনা—৭ জাতের ধান চাষাবাদ করে ভাল ফলন পেয়েছেন বলে জানান। উপজেলায় গত কয়েক মওসুমে ধরে স্বল্প পরিসরে প্রায় কয়েক শতাধিক প্রান্তিক কৃষক এ জাতের ধানের চাষাবাদ করছে বলে এলাকার একাধিক কৃষক জানিয়েছেন।

উপজেলার রাজিব গ্রামের কৃষক স্বপন (৪৪), রহমান (৪২), বিশ্বনাথ গ্রামের শহিদুল মিয়া (৩২), সুধেব বাবু (৩৫), চরপল্লীমারী গ্রামের সোবহান মিয়া (৩৮) জানান, আগাম ধান ঘরে তুলে রবিশষ্য চাষাবাদ করব বলে বৃষ্টির পানিতে জমি তৈরী করে বিনা—৭ জাতের আমন চারা রোপন করেছি। তবে গত বছরের তুলনায় এবার তিনি বেশী জমিতে ধানের আবাদ করছি। তারা জানায়, গেল মওসুমে ধানের ফলন ভালো হয়েছে। একতা গ্রামের কৃষক আবু হাসান জানান, গতবছর তিনি তিনবিঘা জমিতে আগাম জাতের ধান চাষাবাদ করেছিল। এবার তা বাড়িয়ে পাঁচ বিঘা জমিতে আগাম রোপা আমন চারা রোপন করেছেন।

উপজেলার হারাগাছ ব্লকের উপ—সহকারি কৃষি অফিসার সাইদুল ইসলাম জানান, বিনা—৭ ও ব্রি—৩৩ জাতের ধান ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফলস কৃষকের ঘরে উঠে। কৃষকরা ক্ষেত হতে আগাম ধান তুলে আলুসহ নানা ধরনের রবিশষ্য চাষাবাদ করতে পারে বলে তারা আগাম রোপা আমন চারা রোপন শুরু করেছে। তবে পুরোদামে এখনও শুরু হয়নি। তিনি বলেন, এবার উপজেলায় ১১ হাজার ৪৭০হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এরমধ্যে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে স্বল্প মেয়াদি জাত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth