গঙ্গাচড়ায় আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেফতার-৬
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আসামী ধরতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রকাশ চন্দ্র রায় (৩৮) নামে এক পুলিশের এএসআই গুরুতর আহত হয়েছেন। বর্তমান তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বিকেলে উপজেলার গজঘন্টা ইউনিয়নের তালুক হাবু’ মাজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে থানায় মামলা হলে পুলিশ ৬ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ২১ জুলাই মাজাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের জমি দখল করে একই এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহমান ওরফে কালা চাঁদ (৫৫), ছেলে আতাউর রহমান (৩৫) ও ভাতিজা মানিক মিয়া (২৫)। তাদের নামে ২৬ জুলাই থানায় মামলা করেন মোতালেব। এরপর ২৭ জুলাই আব্দুর রহমান তার ছেলে ও ভাতিজা মিলে প্রতিবেশী শাহীন (৪৫) সাবু’র (৫০) জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমান ও আতাউরকে গ্রেফতার করে। এরপর আসামী মানিককে গ্রেফতারে ধাওয়া দিলে মানিক দা নিয়ে পুলিশ সদস্যদের উপর তেড়ে আসে। এর এক পর্যায়ে হাতে কোপ লেগে এএসআই প্রকাশ চন্দ্র গুরুতর আহত হন। এ ঘটনার পর মানিক পালিয়ে যায়। পুলিশের উপর হামলার ঘটনায় শনিবার রাতে গঙ্গাচড়া থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে এসআই রেজায়ে রাব্বী মামলা করেন। রাতেই পুলিশ ৬ আসামীকে গ্রেফতার করে।
ওসি মাসুমুর রহমান বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।