৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

গঙ্গাচড়ায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ  উদ্ধার

আমাদের প্রতিদিন
10 months ago
354


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় সাহেদা বেগম (৪২) নামে এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু কুটিরপাড় এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাহেদা বেগম ওই এলাকার

বাবলু মিয়ার দ্বিতীয় স্ত্রী। তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গজঘণ্টা ইউনিয়নের হাবু কুটিরপাড় গ্রামের মৃত গফুর মিয়ার বড় মেয়ে মোর্শেদা বেগমকে বাবলু মিয়া বিয়ে করে প্রায় ৩০ বছর থেকে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছিলেন। এরইমধ্যে বাবলু মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম এর বড় ভাই ছলিমুদ্দিন মৃত্যবরণ করলে বাবলু মিয়া মৃত ছলিমুদ্দিন এর স্ত্রী ৪ সন্তানের জননী সাহেদা বেগম (৪২) কে বিবাহ করে তার দুই স্ত্রীকে নিয়ে পাশাপাশি পৃথক বাড়ীতে বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন থেকে বাবলু মিয়ার সাথে তার দ্বিতীয় স্ত্রী সাহেদার মনোমালিন্য চলে আসছিলো।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার সময় সাহেদা তার তিন ছেলেসহ নিজ বাড়ীতে এবং বাবলু মিয়া তার প্রথম স্ত্রী,শ্বাশুড়ী ও সন্তানদের নিয়ে  পৃথক বাড়ীতে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।

ভোরে বাবলু মিয়ার শ্বাশুড়ী ছালেমা খাতুন ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখেন তার বাড়ীর ভিতর বারান্দার তীরের বাঁশের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাহেদার মরদেহ ঝুলে আছে।

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth