গঙ্গাচড়ায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় পাথরবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত চালক ওই ইউনিয়নের পূর্ব ইচলি গ্রামের শাহিন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার এসআই তানজিল হক।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুড়িমারী থেকে একটি পাথরবাহী ট্রাক রংপুর নগরীর দিকে যাওয়ার সময় গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু পার হয়। এ সময় আরিফুলও তার বালুবাহী ট্রাক্টরটি নিয়ে একই দিকে যাচ্ছিল। এ সময় পাথরবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে তার ট্রাক্টরটি উল্টে যেতে ধরে। আরিফুল তার ট্রাক্টরটি থেকে ঝাপ দিলে ট্রাক্টর উল্টে পিছনের চাকা তার মাথার উপরে পরে। এতে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়।