২৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ১৩ ডিসেম্বর, ২০২৪ - 13 December, 2024

গঙ্গাচড়ায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

আমাদের প্রতিদিন
4 months ago
313


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় পাথরবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত  চালক ওই ইউনিয়নের পূর্ব ইচলি গ্রামের শাহিন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার এসআই তানজিল হক।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুড়িমারী থেকে একটি পাথরবাহী ট্রাক রংপুর নগরীর দিকে যাওয়ার সময় গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু পার হয়। এ সময় আরিফুলও তার বালুবাহী ট্রাক্টরটি নিয়ে একই দিকে যাচ্ছিল। এ সময় পাথরবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে তার ট্রাক্টরটি উল্টে যেতে ধরে। আরিফুল তার ট্রাক্টরটি থেকে ঝাপ দিলে ট্রাক্টর উল্টে পিছনের চাকা তার মাথার উপরে পরে। এতে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth