কুড়িগ্রামে শোকাবহ আগস্ট ২০২৪ উপলক্ষ্যে শোক র্যালী অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে শোকাবহ আগস্ট ২০২৪ উপলক্ষ্যে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ এ শোক র্যালীর আয়োজন করে। র্যালীটি দলীয় অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রামের জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সাঈদ হাসান লোবান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, অ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল, ডঃ শাহানাজ বেগম নাজু, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।
বক্তারা বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেননি, সেই সাথে তাঁর পরিবারের ২৫ সদস্যকে হত্যা করা হয়। বর্তমানে আবারও বঙ্গবন্ধুরখুনীদের দোসর, রাজাকার, আলবদরেরা কোটা আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। এ অবস্থায় দলীয় নেতা—কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।