৬ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

আগামীর পীরগঞ্জ হবে শান্তির পীরগঞ্জ আবু সাঈদের পীরগঞ্জ-জেলাবিএনপির আহবায়ক সাইফুল ইসলাম

আমাদের প্রতিদিন
6 months ago
381


পীরগঞ্জ(রংপুর(প্রতিনিধিঃ

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, আগামীর পীরগঞ্জ হবে শান্তির পীরগঞ্জ, আবু সাঈদের পীরগঞ্জ, প্রতিটি মানুষের পীরগঞ্জ। কোন ব্যক্তি বা নেতার কোন বৈষম্য থাকবে না এই পীরগঞ্জে। রোববার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন অন্যায় অবিচার করবেন না, কোন প্রকার অত্যাচার জুলুম করবেন না, সাধারণ মানুষের পাশে থাকবেন। পীরগঞ্জের প্রতিটি মানুষকে আপনারা আপন ভাববেন। কোথাও চাঁদাবাজি, হুমকি, কোন অফিস আদালত দখল করলে তাদের নাম ঠিকানা দিবেন। তাদেরকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হবে। সে যতবড় ক্ষমতাধারী হোক, এ বিজয় কোন ভাবে নস্যাৎ করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও কামনা করেন জেলাবিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এরআগে জেলাবি এনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন  উপজেলা বিভিন  এলাকা পরিদর্শন করেন তিনি। পথসভায় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব সহযোগি অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ মন্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, যগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিবআব্দুস সালাম, ছাত্রদলের আহ্বায়ক  মিলু সরকারসহ ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth