ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । বুধবার (১৪ অগষ্ট) সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কলেজ ক্যাম্পাসে, ১২ দফা দাবিতে কর্মসুচি পালন করা হয়।
এর আগে মঙ্গলবার কলেজের অধ্যক্ষের রুমে তালা দেয় শিক্ষার্থীরা। তালার গায়ে সাদা কাগজে লেখা রয়েছে দুনীর্তিবাজের ঠাঁই নাই, সাধারণ শিক্ষার্থী ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে।
স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় ঢাকামোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা । এই সময় দিনাজপুর —গবিন্দগঞ্জ মহা সড়কটিতে যান চলাচল প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।
এ দিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কলেজের শিক্ষক হল রুমে প্রায় ৫০ জন শিক্ষক কর্মচারী জরুরী বৈঠক করেন। সেখানে শিক্ষক কর্মচারিদের সাথে অধ্যক্ষের অসদাচরণের বিষয় তুলে ধরা হয়। কলেজের ছাত্রীদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়। শিক্ষার্থীদের ১২ দফার কয়েকটি হলোÑ অধ্যক্ষের পদত্যাগ। দ্বায়িত্বকালিন তার সব দুনীর্তির হিসাব। কলেজের কর্মচারী ল্যাব— সহকারী জামাল বাদশার পদত্যাগ। কলেজ ক্যাম্পাসে সব ধরণের রাজনিতী নিষিদ্ধ ঘোষণা । ছাত্র সংসদ গঠন করা। দ্রুত কলেজ হষ্টেল চালু করা। কোন শিক্ষার্থী বিনা অপরাধে গ্রেফতার হলে তাকে মুক্ত করে ক্লাস নিশ্চিত করা।
ভাদুরিয়া স্কুল এন্ড বলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম গত ০৫ অগষ্ট থেকে কলেজে যাননি। তার বিরামপুরের বাড়িতে একাধিক বার গেলেও দেখা মিলেনী। এছাড়ও তার ব্যক্তিগত মুঠো ফোন ০১৭১৬১২৬৫৩০ নাম্বারে বার বার যোগায়োগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।