১ কার্তিক, ১৪৩১ - ১৬ অক্টোবর, ২০২৪ - 16 October, 2024

পুলিশে নিয়োগবঞ্চিত  ৭৫৭ এসআইও  সার্জেন্টকে চাকরিতে পুনর্বহালের দাবি

আমাদের প্রতিদিন
1 month ago
352


ঢাকা অফিস:

২০০৭ সালে বাতিলকৃত এসআই ও সার্জেন্টের চাকরি পুনর্বহাল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ৭৫৭ জন এসআই ও সার্জেন্ট। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস এম সুজন চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, '২০০৭ সালে তৎকালীন আইজিপি নুর মোহাম্মদ ও বেনজীর আহমেদ গং তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শুধু 'দলীয় বিবেচনায় নিয়োগ' অজুহাতে ১১ ফেব্রুয়ারি ৫৩৬ জন এসআই এবং ২২১ জন সার্জেন্টসহ মোট ৭৫৭ জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন।যা অত্যন্ত অমানবিক ছিল।

তিনি আরো বলেন, '২০০৫ ও ২০০৬ সালে নির্বাচিত সব প্রার্থী কর্মরত বিভিন্ন চাকরি থেকে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমিতে যোগদানের অপেক্ষায় ছিলাম। কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশপ্রধান। চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তী সময়ে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম।

উচ্চ আদালতেও আমরা নিয়োগবঞ্চিত ৭৫৭ জন চাকরিপ্রার্থী ন্যায়বিচার থেকে বঞ্চিত হই। চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশির ভাগই মানবেতর জীবন যাপন করছে।'

সংবাদ সম্মেলনে আরেক পুলিশ সদস্য মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, 'ওই সময় আমাদের দোষ ছিল আমরা আওয়ামী লীগ করি না। আমাদের বাদ দিয়ে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তাদের যোগদান করিয়েছে।

এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার আমাদের সঙ্গে বৈষম্য করেছিল। যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল ড. মুহাম্মদ ইউনূস।তাই আমরাও কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমরা নিয়োগবঞ্চিত চাকরিপ্রার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছি এবং মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, শাহেদুর রহমান দিপু, মোজহারুল হান্নান ফারুক, আব্দুল মালেক প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth