২৭ ভাদ্র, ১৪৩১ - ১১ সেপ্টেম্বর, ২০২৪ - 11 September, 2024
amader protidin

হরকলি হাটে  নিত্যপণ্যের বাজার অস্থির,  বিপাকে ক্রেতারা

আমাদের প্রতিদিন
1 week ago
48


আঃ রহিম, পাগলাপীর রংপুর:

রংপুর সদর উপজেলার, হরিদেবপুর ইউনিয়নের , হরকলি হাটে  নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠছে। এদিকে বিপাকে পড়েছে ক্রেতারা। রংপুর  সদর উপজেলার, হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম চড়া। গতকাল মঙ্গলবার হরকলি হাটে ঘুরে দেখা গেছে বেড়েছে মাছ , মাংস সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজরদারি নেই বলে ক্রেতাসহ সাধারণ মানুষজন জানিয়েছেন। মামুন সাংবাদিককে হরকলি হাটে বেড়েছে মাছ, মাংস সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ,অপর দিকে বিক্রেতারা দিচ্ছে  ওজনে কম এ নিয়ে বিপদে পড়েছে সাধারণ মানুষজন। বাবু রংপুর ভোক্তা অধিদপ্তরের কাছে দাবি জানান বাজার গুলো নজরদারি করার জন্য। (ছবি আছে)

  

 

সর্বশেষ

জনপ্রিয়