১ কার্তিক, ১৪৩১ - ১৬ অক্টোবর, ২০২৪ - 16 October, 2024

পীরগঞ্জে কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
113


পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গুডনেইবারস কৃষি সমবায় সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ সহযোগিতায় গুডনেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির আয়োজনে অফিস হলরুমে এই সাধারণ সভা হয়। 

গুডনেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবার অফিসার আহমেদ হোসেন, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, পীরগঞ্জ সিডিপির এ্যাডমিন অফিসার সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, গুডনেইবারস কো—অপারেটিভ এর সাপোর্ট অফিসার খ.ম,আরিফুল ইসলাম, কো—অপারেটিভ ফ্যাসিলিটেটর আবু তালেব, সমিতির সম্পাদক হীরা রানী, আইসিটি'র প্রশিক্ষনার্থী অর্পা রায় সহ আরো অনেক ।

সমিতির পরিচালিত আইসিটি প্রশিক্ষন প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এসময় গুডনেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির প্রায় ৪শত জন সমবায়ী উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth