পীরগঞ্জ মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির ২য় তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির'র আয়োজনে অফিস চত্তরে এই সাধারণ সভা হয়।
গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির সভাপতি মোছা: খুশি'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবার অফিসার আহমেদ হোসেন,গুডনেইবারস নর্দার্ন এরিয়া হেড সিমান্ত চিসিম,পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, সমবায়ের সহকারী পরিদর্শক নুর—আলম, গুডনেইবারস কো—অপারেটিভ এর সাপোর্ট অফিসার খ.ম,আরিফুল ইসলাম, কো—অপারেটিভ ফ্যাসিলিটেটর আবু তালেব, সমিতির সম্পাদক মুক্তা রাণী রায় কোষাধ্যক্ষ চম্পা রাণী রায়সহ আরো অনেক ।
এসময় গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির প্রায় ২শত জন সমবায়ী উপস্থিত ছিলেন।