রংপুর রিপোর্টার্স ইউনিটি সাথে মহানগর ছাত্র শিবিরের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
রংপুর রিপোর্টার্স ইউনিটি সাথে বাংলাদেশ ইসলামী মহানগর ছাত্রশিবির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী স্বৈরাচারী সরকারের সময় টানা ১৬ বছর রাজনৈতিক প্রতিহিংসা, হামলা, মামলায় কোণঠাসা হয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,এর মাঝে গত ৫আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে সারাদেশে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্নভাবে দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশের এই বৃহত্তর ইসলামিক ছাত্র সংগঠনটি।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর ধাপ এলাকার রায়ান'স হোটেল এন্ড রেস্টুরেন্টে এ সভার আয়োজন করেন।
উক্ত সভাটিতে উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলি, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ দাস, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল,
কোষাধক্ষ মেহেবুব পারভেজ সুমন, দপ্তর সম্পাদক সাকিব উদ্দিন, প্রচার সম্পাদক জুয়েল আহমেদ, কার্যকরী সদস্য আসাদুজ্জামান রিপন, শহিদুল ইসলাম, সদস্য অজয় সরকার দুলু, ফরহাদ হোসেনসহ ইউনিটি অন্যান্য সদস্যগণ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর এর পক্ষে উপস্থিত থাকেন সভাপতি গোলাম জাকারিয়া,সাধারণ সম্পাদক নুরুল হুদা,সম্পাদক আতিকুজ্জামান আতিক সহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।