লাঞ্চের পর ফের হাসান ঝলক
ক্রীড়া ডেস্ক:
সকালের শুরুতেই চেন্নাইয়ের উইকেটে গতির ঝড় তুলেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ৩৪ রানে সাজঘরের পথ ধরিয়েছেন ভারতের তিন তারকা ব্যাটারকে। তবে এরপর লাঞ্চের আগে আর উইকেট পায়নি বাংলাদেশ। তবে লাঞ্চ থেকে ফিরে ফের বল হাতে ঝলক দেখিয়েছেন হাসান। এবার সাজঘরের পথ ধরিয়েছেন রিশভ পান্তকে। তাতে ৯৬ রানে চতুর্থ উইকেট হারিয়েছে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। উইকেটে আছেন জয়সওয়াল ও লোকেশ রাহুল।
এর আগে, লাঞ্চের আগে শুরুর ধাক্কা সামলে ভারতকে পথ দেখান জয়সওয়াল-পান্ত জুটি। দু’জনের ফিফটি+ জুটিতে ৩ উইকেটে ৮৮ রান তুলে প্রথম সেশন শেষ করে ভারত।
এরপর দ্বিতীয় সেশনে খেলতে নেমে দারুণ শুরুর আভাস দেয় ভারত। তবে পান্তকে সাজঘরে ফেরান হাসান। ৫২ বলে ৪৯ রান করা পান্ত হাসানের চতুর্থ শিকারে পরিণত হন। ভাঙে ৬২ রানের জুটি।
এদিন ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। হাতে বল জমিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ। রোহিতকে সাজঘরে ফিরতে হয় ১৯ বলে ৬ রান করে। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।
পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। ৮ বলে শূন্য রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে ৬ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত।