১৬ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রোহিত আটকা এক অঙ্কে দ্বিতীয় ইনিংসেও

আমাদের প্রতিদিন
7 months ago
202


ক্রীড়া  ডেস্ক:

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমেছিল ভারত। তবে আত্মবিশ্বাসী ভারতকে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করতে দেননি তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিবারিতে ওপেনার রোহিত শর্মাকে (৭ বলে ৫) তৃতীয় স্লিপে থাকা জাকির হাসানের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার।

প্রথম ইনিংসে রোহিত আউট হয়েছিলেন ৬ রানে। এবারও এক অঙ্কে আটকে গেলেন ভারতীয় অধিনায়ক।

দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৭ রান। যসস্বি জয়সোওয়াল ১০ আর শুভমান গিল আছেন ২ রানে অপরাজিত।

আজ বুধবার চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসারদের তোপে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের লিড ২২৭ রানের হলেও বাংলাদেশকে ফলোঅন করায়নি তারা।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম।

এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও (১ বলে ০)। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর নেমেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)। পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে বুমরাহের বলে স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সাকিবকেও আউট করেন জাদেজা। ভারতীয় স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল বুটে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে জমা হয়। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩২ রান (৬৪ বলে) করে ফেরত যান সাকিব।

এরপর বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ হন হাসান মাহমুদ (২২ বলে ৯)। তাসকিন আহমেদ আর নাহিদ রানা করেন ১১ রান করে। ২৭ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এরপর বাকি ৪ উইকেটের বিনিময়ে ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth