সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ
নাগেশ্বরীতে সমন্বয়ক নামে চাঁদাবাজীর অভিযোগ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমন্বয়ক নামে চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার বিকাল ৫ টায় দিকে বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বাসস্ট্যান্ড থেকে কলেজমোড়ে যায়। সেখান থেকে ফিরে আবারও বাসস্ট্যান্ডের চারমাথায় সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, আকরাম হোসেন, শাহেদ ইসলামসহ অনেকে। এ সময় সমন্বয়কদের বিরুদ্ধে অনিয়ম, দুনীর্তি ও চাঁদাবাজীসহ নানা অপকর্মের অভিযোগ এনে বক্তারা বলেন নাগেশ্বরীতে সমন্বয়করা এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এজন্য তাদেরকে প্রশ্রয় না দিতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এর আগে বিভিন্ন অপকর্মের সুস্পষ্ট অভিযোগ তুলে সমন্বয়ক আহসানউল্লাহ তামীম, নাসিরুল ইসলাম নীরব ও বাঈজীদ বোস্তামিকে বহিস্কার করেন সমন্বয়কদের একটি পক্ষ।