শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গঙ্গাচড়া মডেল থানায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার আয়োজনে মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না,
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল
হোসাইন মোহাম্মদ রায়হান। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আখেরুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দিন লিজু,সদস্য সচিব মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, গঙ্গাচড়া উপজেলা আমীর মোঃ নায়েবুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারী ইউনুছ আলী, গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ক্ষ্যান্ত রানী রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গঙ্গাচড়া উপজেলা শাখার আহবায়ক তপন কুমার রায় প্রমুখ। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দসহ
উপজেলার সকল পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়।