১ কার্তিক, ১৪৩১ - ১৬ অক্টোবর, ২০২৪ - 16 October, 2024

চিলাহাটিতে ঋণের চাপে গলায় দড়ি দিয়ে নজরুল নামে এক ব্যক্তির আত্মহত্যা

আমাদের প্রতিদিন
2 weeks ago
79


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে এনজিও এবং দাদন ব্যবসায়ীদের ধার দেনা পরিষদ করতে না পারায় তাদের চাপে গলায় দড়ি দিয়ে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ০১ অক্টোবর সকালে এই ঘটনাটি ঘটেছে। মৃত নজরুল ইসলাম ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি কারেঙ্গাতলি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর সুত্রে যানাযায় মৃত নজরুল ইসলাম বিভিন্ন এনজিওর পাশাপাশি এলাকার দাদন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে, সেই টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ীসহ এনজিও কর্মীরা তাকে বারবার তাগিদ দেয় তাদের দেয়া চাপ সহৃ করতে না পারায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন ময়নাতদন্তের আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth