রৌমারীতে ছাগলের পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ছাগল—ভেড়ার বিনামূল্যে ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পিপিআর টিকাদানের কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা গেছে, রৌমারীতে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বরাদ্দ পিপিআর ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ ছাগল—ভেড়াকে দেওয়া হবে।
এই ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত ছাগল—ভেড়া গুরুত্বর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুর মুখে পতিত হয়। 'পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প এর আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায় ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। উপজেলার ৬টি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাকসিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিং—এর মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো মাহমুদুন্নবী মিলন, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ভ্যাকসিনেটর বন্দবেড় নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরও অনেকে।