চ্যানেল আই’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
চ্যানেল আই’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা জেলার উদ্দে্যগে দিবসটি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল— বৈষম্য বিরোধী ছাত্র—জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান, কেক কর্তন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক খোরশেদ আলম। গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু’র উপস্থাপনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবীব প্রিন্স, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ জে.পি ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী রাহেনুল ইসলাম জুয়েল, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এ.বি.এস লিটন, উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ—সম্পাদক মেহেদি হাসান, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশ কর্মী আহম্মেদ উল্যাহ, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুলের শিক্ষার্থী আসমাউল হুসনা হিয়া ও নুশরাত জাহান প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে পৌর মডেল স্কুলের শিক্ষার্থী মাহিন এবং গীতা পাঠ করে পৌর মডেল স্কুলের শিক্ষার্থী অধরা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র—জনতার আন্দোলনে নিহত পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের ডালিম মিয়ার ছেলে সাকিনুর ও গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মোন্তাজ আলীর ছেলে জুয়েল রানা এবং আহত (মাথায় গুলিবিদ্ধ) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাবলু মিয়ার ছেলে রুবেল মিয়ার পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী সহায়তা হিসেবে ২৫ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল ও ১ কেজি লবণ প্রদান করা হয়। শেষে পৌর মডেল স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে।