গঙ্গাচড়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর বাজারে তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক হানিফ খান সজীব।
এসময় তিনি বলেন, যুগযুগ ধরে আমাদের উত্তরের জনপদ বৈষম্যের শিকার হয়ে এসেছে। আমরা আমাদের ন্যায্য হিসাবটুকু আদায় করে নিতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই উত্তরের জনপদকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছে। আমরা আর ধোঁকায় পড়তে চাই না। আমরা কারো কাছে হাত পেতে ভিক্ষা চাই না। নিজেরাই পরিশ্রম করে বাঁচতে চাই।
হানিফ খান সজীব আরও বলেন, আমাদের উত্তরের জনপদের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমি দেশের প্রধান উপদেষ্টামন্ডলীদের বলতে চাই, আমরা কারো কাছে ত্রাণ চাই না, আমরা চাই সঠিক পরিকল্পনার মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে উত্তরের জনপদের কোন অভাব থাকবে না। এ জনপদ দেশের উন্নয়নমূলক কাজে অনেক বড় অবদান রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক শেরে খোদা, তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদের সমন্বয়ক হাসেম, মনির, তাহসিন প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও তিস্তাপাড়ের বাসিন্দাসহ প্রায় এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সকলের দাবি অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।
এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়া বাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা একটি স্মারকলিপি পেয়েছি। আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব।