১ কার্তিক, ১৪৩১ - ১৬ অক্টোবর, ২০২৪ - 16 October, 2024

তারাগঞ্জে আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 week ago
75


সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় তারাগঞ্জে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ অক্টোবর রাতে তারাগঞ্জ ও বদরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত নেতাকমীর্দের আটক করা হয়। গতকাল বুধবার বিকালে গ্রেফতার হওয়া নেতাকমীর্দের রংপুর আদালতে প্রেরন করেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও হাড়িয়ারকুঠি বড়জুম্মাপাড়া গ্রামের আলম উদ্দিনের পুত্র সহিদার রহমান ওরফে বাট্টু(৩৭) , আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও আলমপুর খোদ্দর্ বেলাইচন্ডী গ্রামের মৃত ঈমান উদ্দিনের পুত্র আব্দুল হক সরকার দীপু (৩৫)। এছাড়া আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী কুর্শা ঘনিরামপুর গ্রামের মাইদুল হকের পুত্র সোহাগ মিয়া (২৩), আলমপুর শেরমস্ত ভবানীগঞ্জের জয়নুল আবেদীনের পুত্র নাজমুল ইসলাম (২৫) ও আলমপুর ফাজিলপুর চিকলীপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সোহেল রানা(২৪)।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে গত ৪ ও ৫ আগষ্ট রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভা এলাকায় সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বদরগঞ্জের ওসমানপুর মুন্সীপাড়া গ্রামের বাদশা ওসমানি গত ১৬ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় হাজির হয়ে সরকারি স্থাপনা ও অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

তারাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, বদরগঞ্জ ও তারাগঞ্জ থানার যৌথ অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। ####০২—১০—২০২৪ইং।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth