১ কার্তিক, ১৪৩১ - ১৬ অক্টোবর, ২০২৪ - 16 October, 2024

কাউনিয়ায় একহাজার পরিবারের মাঝে বিএনপি নেতা এমদাদুলের ত্রাণ বিতরণ

আমাদের প্রতিদিন
1 week ago
79


কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণসামগ্রী নিয়ে রংপুরের কাউনিয়ায় আকস্মিক বন্যাকবলিত এলাকায় দরিদ্র অসহায় পরিবারদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা।

বুধবার উপজেলা শহীদবাগ, বালাপাড়া, টেপামধুপুর, হারাগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি তিস্তার উজান থেকে ধেয়ে আসা জলে আকস্মিক বন্যাকবলিত এলাকার ১০০০ দরিদ্র অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে কাউনিয়ার চারটি ইউনিয়নের বন্যাকবলিত এলাকার দরিদ্র অসহায় পরিবারের ত্রান বিতরন করছেন। তিনি সব সময় উপজলার মানুষদের পাশে আছেন এবং থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মেয়র মো: মামনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহবায়ক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন শাখার আহবায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব সেকেন্দার আলী বিএসসিসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth