১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

মামলায় খালাস পেলেন ফখরুল-খসরু ও রিজভী

আমাদের প্রতিদিন
3 weeks ago
76


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী। ২০১৮ সালের ৬ই আগস্ট দাঙ্গা, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এবি সিদ্দিকী বাদী হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা করেন। যা ২০২২ সালের ৯ জুন মামলাটি আমলে নেন আদালত। দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা বিএনপি মহাসচিব মির্জা, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর মামলা খারিজ করে তাদের খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক মামলাটি খারিজ করে এ আদেশ দেন। এ বিষয়ে বিএনপি মহাসচিব এর আইনজীবী জাকির হোসেন খালাসের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী এবি সিদ্দিক দীর্ঘদিন আদালতে অনুপস্থিত ছিলেন। পরে আদালত মামলাটি গড়হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেকসুর খালাস দেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth