৬ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

রংপুর জেলা ডিবি'র অভিযানে বিদেশী মদসহ দুইজন আটক

আমাদের প্রতিদিন
4 months ago
332


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে বিদেশী মদসহ দুইজন আটক হয়েছে। পুলিশ সুপার,  ডিএসবি, রংপুর মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাত ১টায় রংপুর জেলা ডিবি'র এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ পূর্ব ইচলী গ্রামের জনৈক আরিফ হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে কাকিনা টু রংপুর পাকা রাস্তার উপর কাকিনার দিক থেকে আসা একটি নীল রংয়ের ১৫০সিসি মোটরসাইকেল বিধি মোতাবেক তল্লাশিকালে চালকের পিছনের সীটে বসা অভিযুক্ত রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন আমাশু কুকরুল গ্রামের লংকেশ্বর এর ছেলে শ্রী আকাশ চন্দ্র রায় (২৫) এর দুই উরুর উপর দুই হাত দিয়ে ধরে থাকাবস্থায় পুরাতন কাগজের কার্টুনের ভিতর ৮ (আট) বোতল বিদেশী মদ । এ সময় মোটরসাইকেল চালক একই এলাকার বাবু লাল রায়ের ছেলে বিলাশ চন্দ্র রায় (২৬) মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে আটক করা হয়। অতঃপর অভিযুক্তদ্বয়কে আটক পূর্বক জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth