১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

ভালো শুরুর পরও তা ধরে রাখতে না পারাটাই কাল......তাসকিন

আমাদের প্রতিদিন
3 weeks ago
76


ফাইল ফটো

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশি বোলার তাসকিন আহমেদ বলেছেন, ভালো শুরুর পরও তা ধরে রাখতে না পারাটাই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের জন্য। তাছাড়া, ভারত কমপক্ষে ৪০ রান বেশি করেছে, যা বাড়তি চাপ হয়ে পড়ে ব্যাটারদের জন্য। গতকাল বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি এই বোলার জানান হারের কারণ।

তাসকিন বলেন, ‘পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু করেছিলাম। শেষ দিকে ভারত বেশ ভালো ব্যাটিং করেছে। আমাদের স্পিনারদেরও খারাপ দিন গেছে। এই উইকেটে যদি ভারতকে ১৮০-১৯০ রানে আটকানো যেত, তবে রান তাড়া করা যেত। হয়তো আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, তবে এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য চমৎকার। ভারত বড় রান সংগ্রহ করায় মূলত আমরা হেরে গেছি। আমাদের ব্যাটারদেরও ব্যর্থতা ছিল, তারা ভাল ব্যাটিং করতে পারেনি।’

উল্লেখ্য- ভারতের বিপক্ষে গতকাল বুধবার (৯ অক্টোবর) রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। পরে ব্যাটিং করে ৮৬ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হারিয়েছে বাংলাদেশি দল। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বদলেনি বাংলাদেশের ভাগ্য। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন পাশেই সম্মিলিত ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ দল। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশ ভালোই করেছিল। পেসার তাসকিন আহমেদের এনে দেওয়া ব্রেক থ্রু কাজে লাগাতে পারেনি বাকিরা। ভারতও রানের পাহাড় গড়তে সক্ষম হয়। যে পাহাড় টপকানো বাংলাদেশের জন্য অসম্ভবই ছিল। ব্যাটাররা সেটি পারেওনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth